৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:২০

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কয়রায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় মৎস্য ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা মৎস্য অফিসার আমিনুল হক মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জনগণকে মৎস্য চাষে সম্পৃক্ততা বাড়াতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মপরিকল্পনা। এছাড়া মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য পুরষ্কার প্রদান, ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়েছে। মত বিনিময় সভায় কয়রায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন