প্রকাশিত: জুন ১৩, ২০২১
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণলয়ের আর্থিক সহাতায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ অবহিতকরণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুদীপ বালা, প্রানী সম্পদ অফিসার ডাক্তার কাজী মোস্তাহিন বিল্লাহ। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডভোকেট জিএম কেরামত আলী, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিতীশ মন্ডল, বিআরডিবি কর্মকর্তা হরশিত রায়, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, আব্দুস সাত্তার পাড়, সরদার নুরুল ইসলাম, এইচ এম হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সিপিপির ইউনিয়ন টিমলেডার এসএম মাসুম বিল্লাহ, শিক্ষক মশিউর রহমান মিলন, শামীম হোসেন রোজেন, ধীরাজ কুমার রায় । কর্মশালায় সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।