১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১১

কয়রায় পুলিশের অভিযানে ৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি আটক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি আটক করেছে। প্রবেশ নিষিদ্ধ সময় সুন্দরবন থেকে এক শ্রেনীর অসাধু জেলেরা ভারতীয় কীটনাশক প্রয়োগ করে মাছ ধরে তা আবার শুকিয়ে লোকালয়ে নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে পুলিশের অভিযানে আটক করা হয় এ সকল অবৈধ শুটকি চিংড়ি মাছ।

জানা যায়, গতকাল সোমবার রাত আনুমানিক ১ টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পল্লী মঙ্গল এলাকা থেকে ৮ বস্তা ভর্তি অবৈধ শুটকি চিংড়ি মাছ আটক করা হয়। এ সময় পুলিশের অভিযান জানতে পেরে মাছ পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে পুলিশের এএসআই হাসানুজ্জান, মিহির মজুমদার ও শাহাজান আলী উপস্থিত ছিলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) বলেন, আটককৃত অবৈধ শুটকি মাছের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত পুর্বক রহস্য উৎঘাটনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

  • শেয়ার করুন