প্রকাশিত: মার্চ ৬, ২০২২
কয়র প্রতিনিধিঃ কয়রায় নওয়াবেকি গনমুখী
ফাউন্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যোগে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে কয়রা সদর ইউনিয়নের ২৫ জন নারী সদস্যদেরকে অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়ন মুলক সেলাই মেশিন প্রশিক্ষন দেওয়া হচ্ছে। প্রতি সদস্যদেরকে ১ টি করে বিনামুল্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ ছাড়া সেলাই মেশিনের উপকরন সহ শিক্ষা বিষয়ে ছিট কাপড় দেওয়া হয়েছে। কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার হলরুমে গত ৬ ফেব্রয়ারী এই প্রশিক্ষন শুরু করা হয়েছে। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
প্রশিক্ষনের দায়িত্ব পালন করছেন কয়রা বাজারের ভিআইপি টেইলার্সের সত্বধকারী মোঃ ইব্রাহিম হোসেন ও নারী উদ্যাক্তা ফরিদা পারভীন। সার্বিক
সহযোগিতা করছেন নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা সু-মঙ্গল কুন্ডু ও সুব্রত রায় চৌধুরী।