৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৫৪

কয়রায় মেম্বর প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় মিজানুর রহমান কোহিনুর নামে এক মেম্বর প্রার্থীর নির্বাচনী মিছিলে হামলা ও তার কর্মীদের মারধর করা হয়েছে। রেজাউল করিম নামে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মীরা এ হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে মিজানুর রহমানের ৬ কর্মী আহত হয়েছেন।

১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঘটনার দিন তার ফুটবল প্রতীকের পক্ষে একটি শান্তিপুর্ন মিছিল মদিনাবাদ হাই স্কুলের মোড়ে পৌঁছালে সেখানে হামলার শিকার হয়। টিউবওয়েল প্রতীকের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় ফুটবল প্রতীকের ৬ কর্মী আহত হলে তাদেরকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম তিনি বলেন এমন কোন ঘটনা ঘটেনি। কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, কয়রা সদর ইউনিয়নের দুই মেম্বর প্রার্থীর
কর্মী সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনা ও কথাকাটাকাটি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

  • শেয়ার করুন