৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৫১

শিরোনাম
কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কয়রায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: জুলাই ২, ২০২১

  • শেয়ার করুন

কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো কয়রা উপজেলাতেও চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়ন ও করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সচেতনতামুলক অভিযান পরিচালনা করছে। কঠোর লকডাউন বাস্তবায়নে এবং করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে নিরবিচ্ছিন্ন সেবা অব্যহত রয়েছে। ২ জুলাই (শুক্রবার) ভোর থেকে শুরু হওয়া সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে চেক পোস্ট এবং ব্যারিকেড দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, কঠোর বিধিনিশেধের দ্বিতীয় দিন সকাল থেকে গুরত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকী বসিয়েছে পুলিশ প্রশাসন। জরুরী সেবা ছাড়া সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। কয়রা-খুলনা সহ বিভিন্ন সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনীর টহল অভিযান অব্যহত রয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অব্যহত রেখেছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, স্বাস্থ্য বিধিমেনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানানো হচ্ছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, সম্প্রতি করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়ন করতে আমরা কঠোর অবস্থানে মাঠে রয়েছি। মানুষকে বুঝানোর চেষ্টা করছি তারা যেন ঘরে থাকে।

  • শেয়ার করুন