প্রকাশিত: জুলাই ১৫, ২০২১
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ ‘হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে কয়রায় করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন পৌঁছে দেয়ার লক্ষ্যে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের ব্যবস্থাপনায় শেখ রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
১৫ জুলাই (বৃহস্পতিবার)সকাল ১০ টায় উপজেলা পরিষদেরে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন নাহিনের সঞ্চলনায় অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, আব্দুস সাত্তার পাড়, জিএম সামছুর রহমান, সরদার নুরুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসকাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, সহ সভাপতি সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু, দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, আ’লীগ নেতা আব্দুল্যাহ আল মাহমুদ, এসএম জিয়াদ আলী, আব্দুর সবুর ঢালী, এসএম ইব্রাহিম, শিক্ষক খায়রুল আলম, গনেশ চন্দ্র মন্ডল,কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিক্কার আলম,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, জাগ্রত যুব সংঘের সভাপতি শামীম রেজা, মদিনাবাদ যুব সংঘের সভাপতি এসএম মাসুম বিল্লাহ প্রমুখ।