প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩
কয়রা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষে কয়রার সর্ব দক্ষিনের জনপদ আংটিহারা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে স্থানীয় জন সাধারনের মাঝে ৩ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ের সামনে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খানের সভাপতিত্বে এ সকল গাছের চারা বিতরনকালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদআলী খান, সদস্য শাহ আলমগীর মিলন, আতিয়ার রহমান, শাহিনুর, মুকুল বিশ্বাস, সঞ্জয় মন্ডল, সবুজ খান, মোঃ আবু রায়হান খান, সাঈদ গাজী, আনিসুর, জুলকার নাইম প্রমুখ। এ সময় গাছের চারা বিতরন শেষে সংগঠনের সদস্যরা তাদের র্কাযালয়ের আশপাশ এলাকার রাস্তার দুইপাশে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন।