১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:১২

শিরোনাম
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণের দাবিতে মানববন্ধন ও মতবিনিময় সভা বিএনপি নেতা মোমরেজুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে- জেলা প্রশাসক সাইফুল ইসলাম  কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কয়রায় খাল অবমুক্তকরনের দাবীতে মানববন্ধন কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণের দাবিতে মানববন্ধন ও মতবিনিময় সভা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পক্ষ থেকে খুলনা  কযরা উপজেলার  মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের হয়াতখালী বাজার থেকে পুলিশ ক্যাম্প পর্যন্ত  বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণ সহ ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগীতায় ও উপজেলা সিএসও নেটওয়ার্ক সদস্যদের বাস্তবায়নে এ সভা অনু্ষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসালিটেটর হারুন অর রিশিদের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনার  উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, বিশেষ অতিথী ছিলেন পাওবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন,মোঃ সোলায়মান হোসেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তুনু অধীকারী, কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম,আব্দুল মালেক,ইউপি সদস্য মোঃ মাসুদুর রহমান,নূর ইসলাম খোকা,কামাল হোসেন সিএসও সদস্য মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান,জিয়াউর রহমান, সাবানা আক্তার, স্বপ্না মন্ডল,রোজিন খাতুন,শামীমা আক্তার প্রমুখ।
এর আগে সকাল ১০ টায়  বেঁড়িবাঁধ মেরামতের জন্য হায়াতখালী বাজরে মহারাজপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দারা এক মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,অনেক জায়গায় বাঁধ এতই নিচু যে সামান্য জোযারে  প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মেরামত দরকার। না হলে বিস্তীর্ন এলাকা প্লাবিত হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন,
 বাঁধের উচ্চতা ও প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এবং স্থানীয় জনগণের মতামত প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
মতবিনিময় শেষে উপজেলা সিএসও নেটওয়ার্কের পক্ষ থেকে পাওবোর কর্মকর্তাদের কাছে বেঁড়িবাঁধ মেরামতের জন্য সুপারিশ মালা তুলে দেওয়া হয়।
  • শেয়ার করুন