২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:২৫

দেশজুড়ে সর্বাত্মক লকডাউন কার্যকর হওয়ার আগেই খুলনায় সবজির দাম বৃদ্ধি

প্রকাশিত: জুন ২৭, ২০২১

  • শেয়ার করুন

খুলনা ও তার আসপাশের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বাড়ছে। দেশজুড়ে সর্বাত্মক লকডাউন কার্যকর হওয়ার আগেই বিক্রেতারা পরিবহণ সংকটের অজুহাত তুলছেন।

সবজির প্রকারভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে। মাছ এবং মাংসও চড়া দামে বিক্রি হচ্ছে।

খুলনার সন্ধাবাজার ও নিউমার্কেট বাজারে ৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৩০ টাকার পেপের দাম ৪০ টাকা। এছাড়া, বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দাম বেড়েছে আলু, টমেটো শসাসহ প্রায় সব সবজিরই।

গরুর মাংস গত দুদিন আগে ৫৬০ টাকায় বিক্রি হলেও আজ এর দাম ৫৮০ টাকা। বেড়েছে মাছের দামও। চাষের মাছ কেজিতে ৩০-৫০ টাকা এবং দেশি মাছের দাম বেড়েছে কেজিতে ৫০/৬০ টাকার ওপরে।

বিক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী ট্রাক আসা কমেছে। ফলে দাম বাড়ছে।

  • শেয়ার করুন