প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ আগামী তিনদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আবারো একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সাথে বৃষ্টির প্রবণতাও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী তিনদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৫৭ মিলিমিটার। এছাড়া গত ১২ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১২ মি.মি.। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি.।