২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:১৯

বিদ্রোহী প্রার্থীর হামলায় কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে নৌকা প্রার্থীর ৮ কর্মী আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার দক্ষিণ বেদকদশী ইউনিয়নে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বিদ্রোহী প্রার্থীর নির্দেশে হামলা চালিয়ে প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ সময় নৌকা প্রতীকের ৮ কর্মী আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, জাকির হোসেন (২৫) ও আলমগীর (৩৬)। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ১২ সেপ্টেম্বর (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কবি শামসুর রহমানের ছেলে মশিউর রহমান মিলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের ইউপি নির্বাচনে তার পিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শামসুর রহমান দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। শনিবার সন্ধ্যায় নৌকা প্রতীকের পোস্টার টানানো ও প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী আছের আলী মোড়লের নির্দেশে তার লোকাজন নৌকার প্রচারণায় বাঁধা সৃষ্টি করে। এক পর্যায়ে তার প্রচার মাইক ভাঙচুর করতে থাকে। এতে বাধা দিলে কর্মীদের মারপিট করে। এতে ঘটনাস্থলে আট জন আহত হয়। আছের আলী পুলিশ হত্যা মামলার চার্জসীটভূক্ত আসামী। এছাড়াও তার নামে অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার জেলা আওয়ামীলীগের সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় উক্ত ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে আছের আলী বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য প্রদান করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করার পাশাপাশি বিভ্রান্ত সৃষ্টি করছে। নির্বাচনে নৌকার প্রাথীর বিজয় নিশ্চিৎ দেখে বিদ্রোহী প্রার্থী নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কারনে নৌকা প্রার্থীর নেতা কর্মিদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকী অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জানতে বিদ্রোহী প্রার্থী আছের আলী মোড়লের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • শেয়ার করুন