১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৫৭

মাছ চাষে জন্য পুকুরের পানির গুনাগুন ঠিক রাখার নিয়মাবলি

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১

  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্টঃ মাছ চাষের পুকুরে পানির গুণাগুণ ঠিক রাখার কৌশল দেশের অনেক মাছ চাষিরাই জানেন না। প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণে লোকজন পুকুরে মাছ চাষ শুরু করেছে। আর পুকুরে মাছ চাষে পানির গুণাগুণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকে জানবো মাছ চাষের পুকুরে পানির গুণাগুণ ঠিক রাখার কৌশল সম্পর্কে-

মাছ চাষের পুকুরে পানির গুণাগুণ ঠিক রাখার কৌশলঃ
১। পুকুরের পানির দৈনিক ৮ ঘন্টা রোদ পড়ে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে। এতে পুকুরে পানির গুণাগুণ ঠিক থাকবে ও মাছ চাষের বিভিন্ন জটিলতা কাটানো যাবে।

২। পুকুরের পানির নিষ্কাশন ও পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী পানি প্রবেশ ও বের করতে হবে।

৩। পানিতে অতিরিক্ত শ্যাওলা কিংবা পানির রং পরিবর্তন হলে সাথে সাথেই শ্যাওলা দূর করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। মাছ চাষের পুকুরে গাছের পাতা, খড়, শেওলা ও বিভিন্ন প্রকার আবর্জনার ফলে গ্যাসের সৃষ্টি হয়ে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। পানির গুণাগুণ ঠিক রাখতে হলে পুকুরের আশপাশের বড় গাছগুলো কেটে ফেলতে হবে। এছাড়াও পুকুরে আশপাশের আগাছা ও ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে।

৫। শীতকালে ৫ ফুটের কম পানি এবং গরমের সময় ৫ ফুটের বেশি পানি রাখার ব্যবস্থা করতে হবে।

৬। প্রয়োজন অনুযায়ী পুকুরে নিয়মিত চুন ও লবন প্রয়োগ করতে হবে। কোনভাবেই পুকুরে অতিরিক্ত জৈব সার প্রয়োগ করা যাবে।

  • শেয়ার করুন