২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:২১

রামপালে গাজাসহ ২ জন আটক থানায় মামলা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : রামপাল থানা পুলিশ ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সহযোগিতা ৪ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের হয়েছে। আটকৃতরা হলো উপজেলার বাঁশতলী গ্রামের মোসলেম চৌধুরীর পুত্র মেজবাহ চৌধুরী ও শেখ ইলিয়াস আলীর পুত্র শেখ আব্দুল্লাহ আলো মামুন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ রামপাল থানা পুলিশের সহযোগিতায় চাকশ্রী বাজার এলাকা তাদের আটক করেন। এ সময় তল্লাশী করে তাদের কাছে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য অনুমান ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়াও একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ফকিরহাটের পিলজংগ গ্রামের সবেদ আলী মল্লিকের পুত্র ইব্রাহিম মল্লিককে আটক করে করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাইন তলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, আমার ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সর্বশক্তি নিয়োগ করেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। রামপাল থানায় ওসি মো. শামসুদ্দিন আসামি আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ থানাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রেখেছি।

  • শেয়ার করুন