৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:৪০

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগ মাছ ধরার
অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ জাল, ১০ বোতল ক্ষতিকর কীটনাশক সহ ২ টি নৌকা উদ্ধার করা হয়। জানা গেছে গত সোমবার রাত ১০ টার দিকে
সুন্দরবনের কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও সাতক্ষীরা স্মার্ট টিম লিডার জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে আন্দারমানিক নদীর কালিরখাল এলাকা হতে অবৈধ জাল, কীটনাশক, নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের মফিজুল গাজী, আঃ
ছালাম সরদার, রোকনুজ্জামান, রুহুল আমিন, বিল্লাল গাজী ও পাতাখালী গ্রামের মহিবুল্যাহ গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন