৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৩৫

প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মৎস্য ঘের ও ফসলের ক্ষতি

প্রকাশিত: জুন ২০, ২০২১

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় টানা ৪ দিনের বৃষ্টিপাতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে জনসাধারন। ভেসে গেছে মৎস্য ঘের ,ক্ষতি হয়েছে ফসলের। স্থবির হয়ে পড়েছে সকল কার্যক্রম। মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।

আম্ফান ও ইয়াসের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মৎস্য ঘের, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। এ যেন উপকুলীয় এলাকার মানুষের মরার উপর খাড়ার ঘা। টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলে, বীজ তলা, ফসলের মাঠ, পুকুর, রাস্তা ঘাট ও বাড়ির আঙ্গিনা তলিয়ে গেছে। যার ফলে মৎস্য সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে।

গত ২৬ মে ইয়াশের প্রভাবে বেঁড়িবাধ ভেঙ্গে উপজেলার ৪ টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানি বন্ধী হয়ে পড়ে লাধিক মানুষ। ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামত করা হলেও পানি সরতে না সরতেই বৃষ্টির পানিতে ফের একাকার হয়ে গেছে খাল, বিল, পুকুর ও রাস্তা ঘাটম, তলিয়ে গেছে মৎস্য ঘের। টানা বৃষ্টিপাতের কারনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ নিয়ে আতঙ্কে রয়েছে উপকুলীয় এলাকার মানুষেরা। সব চেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরের বাহিরে যেতে পারায় তাদের সংসারে চলছে অনেক কষ্টে। শুধু তাই নয় যানবাহনের চালকেরা পড়েছে বিপাকে। ব্যবসায়ীরা ক্রেতার জন্য বসে থাকলেও মিলছে না তেমন ক্রেতা। অলস সময় পার করছে ব্যবসায়ীরা।

টানা বৃষ্টির ফলে কয়রা সদরের মেইন সড়ক তলিয়ে যাওয়ায় বাজারে আশা ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগ চরমে উঠেছে । উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত)এস এম আলাউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিনের টানা বর্ষনে উপজেলায় অসংখ্য মৎস্য ঘের তলিয়ে গেছে। মৎস্য চাষিদের মাছ টিকিয়ে রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মৎস্য ঘের, পুকুর, রাস্তা সহ ক্ষেতের ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষয় ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

  • শেয়ার করুন