২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১৫

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খাবার পানির চাহিদা মেটাতে কয়রার মহেস্বরীপুর ইউনিয়নে পুকুর সংস্কার

প্রকাশিত: জুলাই ৪, ২০২১

  • শেয়ার করুন

কয়রায় দু’টি পুকুর থেকে হাজারও মানুষের খাবার পানির চাহিদা মিটছে

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ানের সাতহালিয়া ও কালিকাপুর গ্রামের ২ টি পুকুর হতে কয়েক হাজার মানুষের খাবার পানির চাহিদা মিটছে। জানা গেছে, কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নে দির্ঘদিন খাবার পানির তীব্র সংকট রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় চেয়ারম্যান খাবার পানির চাহিদা মিটাতে (লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন কাইমেট চেঞ্জ-লজিক) প্রল্পের অর্থায়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৯ লাখ টাকা ব্যায়ে সাতহালিয়া ও কালিকাপুর গ্রামে ২ টি পুকুর পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা করে খাবার পানির পরিবেশ তৈরী করে দিয়েছেন।

পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা করার জন্য বেজ ঢালাই এর মাধ্যমে পাকা পিলার তৈরী করে কাটা তারের বেড়া দিয়ে খাবার পানির পরিবেশ তৈরী করা হয়েছে। এবং নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাতে কোন জীবজন্তু পুকুরে প্রবেশ করতে না পারে। পুকুর হতে পানি নিতে যাতে কষ্ট না হয় সে জন্য পাকা ঘাট করে দেয়া হয়েছে। বর্তমানে সাতহালিয়া, কালিকাপুর, গিলাবাড়ি, মহেশ্বরীপুর, উলা, খোড়লকাটি, চৌকুনী ও তেতুলতলারচর গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন ঐ পুকুর থেকে পানি নিয়ে পান করছে।

সাতহালিয়া গ্রামের পুকুর পাড়ের বাসিন্দা নাসির মোড়লের স্ত্রী আনোয়ারা (৭০) বলেন, চেয়ারম্যান পুকুরের সমস্ত পাশে ঘেরা বেড়া দিয়ে সুন্দর পরিবেশে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমাদের খাবার পানির কোন সমস্য নেই । কত দিন যাবৎ পুকুরের পানি পান করছেন জানতে চাইলে তিনি বলেন, সেই খানের আমল থেকে যে দিন পরের ঘরে আইসি সেইদিন থেকে পুকুরের পানি খাই। কালিকাপুর গ্রামের রুহুল আমিনের পুত্র ইউনুস আলী (৫০)বলেন, কালিকাপুর বটতলার পুকুটি খাবার পানির পরিবেশ তৈরী করে দেয়ার কারনে এলাকার মানুষের খাবার পানির যে সংকট রয়েছে তা আর থাকবে না।

মহেশ্বরীপুর ইউনিয়ানের চেয়ারম্যান বিজয় কুমার সরদার বলেন, খাবার পানির জন্য ইউনিয়নের মানুষের ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছোটাছুটি করতে হয়। খাবার পানির চাহিদা মিটাতে সাতহালিয়া ও কালিকাপুর গ্রামে ২ টি পুকুর পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা করে খাবার পানির পরিবেশ তৈরী করে দেয়া হয়েছে। যার ফলে এলাকার ১৫ থেকে ২০ হাজার মানুষের খাবার পানির চাহিদা মিটবে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, উপজেলার অধিকাংশো এলাকায় টিউবওয়েল সাকসেস না, সে জন্য খাবার পানির সমস্যা লাঘবে বেশি করে পুকুর খনন এবং পুকুর গুলি ঘেরা -বেড়া দিয়ে খাবার পানি ব্যবহারের উপযোগী করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিজিএলজি)মোঃ ইকবাল হোসেন বলেন, ওই এলাকার মানুষ যাতে ভালো পরিবেশে পানি নিয়ে পান করতে পারে সে জন্য লজিক প্রকল্পের মাধ্যমে পুকুরের চারি পাশে ঘেরা বেড়া দেয়া হয়েছে। যেন কোন জীবজন্তু পুকুরে প্রবেশ করতে না পারে।

  • শেয়ার করুন