২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:০৭

শিরোনাম
কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম

খুলনায় নবনির্বাচিত ৩৩ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলার দাকোপ, কয়রা, বটিয়াঘাটা, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী।

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।

পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মোঃ জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, স্থানীয় সরকার উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় ২০ সেপ্টেম্বর খুলনার ৫ উপজেলার ৩৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন