১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৩

শিরোনাম
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

কঠোর নিরাপত্তায় শেষ হলো সুন্দরবনের পুন্যস্নান

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ  ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর সুন্দরবনের সাগর দ্বীপে আলোর কোলে অনুষ্ঠিত হয়েছে পুন্যস্নান ও রাস পুজা। হাজার হাজার পুন্যার্থীদের আগমনে রাস পুজা হয়ে উঠে উৎসবমুখর। তবে এ বছর সনাতন ধর্মলম্বী
লোক ছাড়া রাস পুজায় কেউ প্রবেশ করতে পারনি।

কোন অপ্রীতকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সমপন্ন হয়েছে রাস পুজা। রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে বনজ
সম্পদ রক্ষায় চলতি বছর নেওয়া হয় কঠোর নিরাপত্তা। জানা যায়, প্রতি বছর কার্ত্তিক অগ্রহায়ণের শুক্লাপক্ষে হিন্দু সম্প্রদায়ের
মানুষ পার্থিব জীবনের কামনা বাসনা পূরণের লক্ষ্যে সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে দূবলার দ্বীপে এক নিবীড় পরিবেশ হাজির হয়। সেখানে সূর্যোদয়ের সাথে সমুদ্র স্নান করে পবিত্র
হয়ে ভগবানের কাছে আরতী জানায়। অসংখ্য হিন্দু নর-নারী গঙ্গার মত তীর্থস্থান মনে করে এই রাস পুজায় উপস্থিত হন।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ বলেন, রাস পুজায় নির্বিঘ্নে যাতে তীর্থ যাত্রীরা যেতে পারে তার জন্য সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়। যে কারনে অন্য বছরের তুলনায় এ বছর কোন পুন্যার্থী হয়রানী ছাড়াই রাস পুজা শেষে নিবিঘ্নে বাড়ি ফিরেছে। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ বছর সাগরকুলে রাস পুজায় পুন্যার্থীদের ১৭ নভেম্বরের আগে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
করা হয়। তাছাড়া বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে সিধান্ত গ্রহন করা হয় যে, ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সার্বক্ষনিক টহল কার্যক্রম চালাবে বন বিভাগ। ১৪ নভেম্বরের পর কোন ব্যাক্তি সুন্দরবনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইতগত ব্যবস্থা গ্রহন করা হবে। নির্ধারিত সময় ছাড়া কোন লোক সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। পুজার শৃঙ্খলা রক্ষা ও সুন্দরবনে শব্দ দুষণরোধে রাশ মেলাস্থল ও যাতয়াত রুটে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করা হয়।

  • শেয়ার করুন