২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৩৪

শিরোনাম

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে তিন বাহিনী

প্রকাশিত: জুন ২৭, ২০২১

  • শেয়ার করুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বৃহস্পতিবার ১ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে।

আজ রোববার ২৭ জুন সচিবালয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।

আশা করা হচ্ছে টিকা কার্যক্রম আর বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে বলেও জানান জাহিদ মালেক। তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধের কোনও ঘাটতি নেই।

  • শেয়ার করুন