প্রকাশিত: মার্চ ১৬, ২০২২
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা গতকাল ১৬ মার্চ বেলা ১১ টায় উপজেলা
পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষদ বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এম. সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ আবুবক্কর মোল্লা, শিক্ষীকা কৃষ্ণা রানী, সহকারী শিক্ষক রেজাউল করিম, কাজী মাওলানা মোঃ ইউনূচ আলী, মাওলানা মোঃ
আইয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আলমামুন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক রেশমা আক্তার, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার তুষার কান্তি দাশ প্রমুখ। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয় ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মকৌশল গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।