৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪৬

শিরোনাম
পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে বিএনপির মতবিনিময় মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল কয়রায় শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা  কয়রায় বৈষম্যবিরােধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময়

কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত: জুলাই ৩, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় তারা তাদের দায়িত্বভার গ্রহন করেন। একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়। বুধবার (০৩ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিদায়ী চেয়ারম্যানকে ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তিতে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের দায়িত্ব বুঝে নেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা বলেন আমাকে নির্বাচিত করায় কয়রা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মতামতের ভিত্তিতে উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন