প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫
কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় নদী জোরপূর্বক দখল ও অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক মৎস্য ব্যবসায়ী। শনিবার (১৩ সেপ্টেম্বর) কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপজেলার খড়িয়া মঠবাড়ী গ্রামের মোঃ সিরাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর হায়াতখালী মৎস্যজীবী সমবায় সমিতি লি.-এর সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম গাজী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে নদী দখল এবং ১২ লক্ষ টাকা আত্মসাতের যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরও বলেন, “প্রকৃত ঘটনা হলো, চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে কয়রা নদী অংশীদারিত্বের ভিত্তিতে আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই চুক্তি অনুযায়ী আমি নিজ খরচে সেখানে মাছ চাষ করে আসছি এবং চুক্তির কোনো শর্ত আমি ভঙ্গ করিনি।”
সিরাজুল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে যে ১২ লক্ষ টাকা পাওনা থাকার অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তিনি এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন। তিনি চান, চুক্তি অনুযায়ী তিনি যেন শান্তিপূর্ণভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারেন।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন, যাতে এই মিথ্যা অভিযোগের ফলে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত না হয়।