প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর পর, আফগানিস্তানের ক্ষমতা বুঝে নিচ্ছে তালেবানরা।
এতদিন যারা আফগান সরকার ও পশ্চিমাদের সহায়তা করেছিলেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা। পাশাপাশি, সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সাংবাদিক জানায়, ক্ষমতা হস্তান্তর নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল তালেবান প্রতিনিধিরা। সেখানে চুক্তির একটি অংশ ছিল যে, প্রেসিডেন্ট আশরাফ গনি প্যালেসের ভেতরে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি এবং তার সহযোগীরা দেশ ছেড়ে চলে যান। তখন প্যালেসের কর্মচারীদের চলে যেতে বলা হয়েছিল এবং সেটি খালি ছিল।
পরে তালেবানরা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে, তারা প্যালেস দখল করেছে।