২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:৩৩

শিরোনাম

‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ নামে নতুন সরকার গঠন হতে পারে

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান দখল নিয়েছে তালেবানরা। দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এবার খুব শিগগিরই দেশটিতে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ নামে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।
রোববার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমগুলো জানায়, কিছুক্ষণের মধ্যেই সরকার গঠন করতে চলেছে তালেবানরা। নতুন সরকারের নাম ইসলামিক এমিরেট অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)। এজন্য কাবুলে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সড়কগুলোতে তালিবানি টহলদারি আরও জোরদার করা হয়েছে।

এদিকে কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা থেকে গুলির শব্দ আসায় নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে আমেরিকা।

রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর বিদ্রোহীগোষ্ঠী তালেবান আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে। তালেবানের কর্মকর্তারা বলেছেন, তারা আফগানিস্তানে ক্ষমতার সম্পূর্ণ হস্তান্তর চায়।

রোববার তালেবানের দুই জন কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানে কোনও ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হবে না। তারা আফগানিস্তানের ক্ষমতার পূর্ণ হস্তান্তর প্রত্যাশা করছে।

এর আগে, তালেবানের অভিযানের মুখে রোববার সন্ধ্যার দিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি প্রতিবেশী তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।

তবে নিরাপত্তার কারণে আশরাফ গনি কোথায় যাচ্ছেন সে ব্যাপারে যেকোনও ধরনের তথ্য জানাতে অস্বীকার করেছে প্রেসিডেন্টের কার্যালয়।
আশরাফ গনির পাশাপাশি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন

  • শেয়ার করুন