প্রকাশিত: জুলাই ১১, ২০২৫
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
১১ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় কয়রা সেতু (চাঁদআলী ব্রিজের) সামনে সর্বস্তরের জনগন এই মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তরা বলেন, এলাকার যোগাযোগের গুরত্বপুর্ণ একটি স্থাপনা হলো কয়রা সেতু। এই সেতু দিয়ে যাতায়াতের জন্য এলাকায় কৃষক,শ্রমিক,জেলে-বাওয়ালী গরীব দুঃখী মানুষের নিয়মিত টোল প্রদান করতে হয়। কিন্তু কয়রা উপজেলার মানুষ অনুন্নত ও দারিদ্রপীড়িত হওয়ায় টোল প্রদান করা তাদের জন্য কষ্ঠ সাধ্য ব্যাপার। টোল প্রদান সাধারন মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন ও দুর্বিসহ করে তুলেছে। কয়রা সেতু টোলমুক্ত করা হলে এলাকার কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন সহজ হবে। ছোট বড় সকল ব্যবসায়ী ও জনসাধারন লাভবান হবেন। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবেন। কয়রা সেতুর টোল মুক্ত করা হলে এলাকাবাসী সামাজিক উন্নয়নে গুরত্বপুর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। সেজন্য এলাকার উন্নয়নের সার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কয়রা সেতুর টোল মুক্ত করার জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায় , ২০১০ সালে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিত সেতু দুটি ইজারা দেওয়া হচ্ছে। ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৯৪৩ দিনের জন্য সেতুর টোল আদায়ের ইজারা পেয়েছে মেসার্স আলী আকবর এন্টারপ্রাইজ। ইজারা মূল্য প্রায় দুই কোটি টাকা। প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবর খুলনা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক। বক্তারা অভিযোগ করে আরও বলেন, সেতুর ইজারার মেয়াদ শেষ হলেও ইজারাদার অদৃশ্য শক্তির ইন্ধনে এখনো টোল আদায় করছেন। এসময় মানববন্ধনে বক্তৃতা করেন উপকুল সুরক্ষা আন্দোলনের আহবায়ক (অবসরপ্রাপ্ত) সিনিয়র অয়ারেন্ট অফিসার জিএম আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান,কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কয়রা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম,কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসমাতুল্যাহ আল গালিব, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান,ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, যুব সংগঠনের রাসেল আহমেদ প্রমুখ।