১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:২২

কয়রায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ জুলাই (বুধবার) কয়রা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কয়রার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার জনাব এস.এম. ছায়েদুর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বিএনপি নেতা এম এ হাসান, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ অলিউল্লাহ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, শিক্ষক একেএম আজহারুল ইসলাম, সরদার আমীর আলী। অনুষ্ঠানে উপস্থাপনা করেন শিক্ষক মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রবিউল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রধান শিক্ষক সুজিত কুমার রায়।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কৃতি ছাত্র বাহারুল ইসলাম, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা এবং সেলিনা খাতুন, কয়রা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। তাদের বক্তব্যে নিজেদের সাফল্যের পেছনের গল্প এবং ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরে, যা উপস্থিত সকল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের নির্বাচিত ৩১ জন কৃতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, সহকারী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন