৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:০১

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি অবহিতকরন সভা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিণ পশ্চিাঞ্চলে ঘুর্নিঝড় পুর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসুচীকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ বিষয়ক কয়রায এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগাম বার্তা প্রচারে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বয় বৃদ্ধি ।দুর্যোগপূর্ব প্রস্তুতি ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ । ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা পরিকল্পনা।
স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও তথ্য প্রেরণ পদ্ধতি জোরদার।
দুর্যোগের সময় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও  উত্তরণের সিএএ এবং এসআরএসপি প্রকল্পের সহযোগিতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তরণের সিএএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি সাবিকুন্নাহার, মনিটরিং এন্ড সেল কো-অর্ডিনেটর সেজিনা খান,উপজেলা কো-অর্ডিনেটর শেখ রেদওয়ান উল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত কুমার মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠনের মিজানুর রহমান লিটন প্রমুখ।

সভায় বক্তারা বলেন,
দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, তথ্য আদান-প্রদান ও সচেতনতার সাথে জনগণের অংশগ্রহণ থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

  • শেয়ার করুন