১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১১

কয়রায় দূর্যোগ প্রস্তুতি কর্মসূচী ইউনিটের সভা 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের আয়োজনে  দূর্যোগে করণীয় সম্পর্কে ওয়ার্ড সিপিপি সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২৩ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও জাগ্রত যুব সংঘ (জেজেএসএর) বাস্তবায়নে সদর ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

কয়রা সদর  ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিপিপি টিম লিডার  আশিকুজ্জামানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন জেজেএস প্রকল্পের এপিও, এস এম এ মজিদ, সিপিপি সদস্যা আব্দুর রাজ্জাক সানা, মিজানুর রহমান লিটন, ইমরান হোসেন, আসাদুজ্জামান সুমন, মুস্তাকিব বিল্যাহ, খাদিজা খাতুন, মুসলিমা আক্তার, ফাতিমা সুলতানা প্রমুখ।

দূর্যোগ মৌসুম সভায় পারিবারিক পর্যায়ে দূর্যোগের ঝুঁকি,দূর্যোগের আগে ও দূর্যোগ পরবর্তীকালিন করণীয়, দূর্যোগের সময় উদ্ধার সম্পর্কে ২০ জন সিপিপি সদস্যকে ফ্লিপ চার্ট সহ ঝড়ের বিভিন্ন সংকেত নিয়ে আলোচনা করা হয়।

  • শেয়ার করুন