১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৪৭

কয়রার বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: জুন ৫, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলাচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়। প্রতিবশ এ্যাক্টিভিট প্রকল্পের সহযাগিতায় দাকাপ-কয়রা সহ ব্যবস্পনা কমিটি এ অনুষ্ঠানের আয়াজন করে। ৫ জুন সকাল ১০ টায় র‍্যালী শেষ কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে আলাচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সহ-ব্যবস্াপনা কমিটির ট্রজারার মোঃ রিয়াছাদ আলী, কাশিয়াবাদ স্টশন বন প্রহরী জাহাঙ্গীর হাসন, প্রতিবশ অ্যাক্টিভিটি প্রকল্পের সাইট অফিসার মাঃ আলাউদ্দিন, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, পিএফর সভাপতি মাল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ইউপি সদস্য মুর্শিদা আক্তার, শরিফুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদুল হাসান, বায়জিদ হাসন প্রমুখ। আলাচনা শেষে ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন বাজার প্লাস্টিক বর্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।

  • শেয়ার করুন