প্রকাশিত: জুন ৬, ২০২২
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন
অধিদপ্তরের উদ্যোগে ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল
১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আছাদুজ্জামান।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বিষয়ে প্রশিক্ষনে উপজেলার ৭ টি ইউনিয়নের ১৫০ জন কৃষক অংশ গ্রহন করেন। প্রতিদিন ৩০ জন কৃষক এ প্রশিক্ষনে বিভিন্ন বিষয় প্রশিক্ষন নিচ্ছেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারি কৃষি অফিসার অনুতব সরকার, মোঃ হামিদুজ্জামান ও গুরুদাস মন্ডল। আগামী ৯ জুন প্রশিক্ষন সমপন্ন করা হবে।