১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৫২

শিরোনাম
বিএনপি নেতা মোমরেজুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে- জেলা প্রশাসক সাইফুল ইসলাম  কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কয়রায় খাল অবমুক্তকরনের দাবীতে মানববন্ধন কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  কয়রায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

কয়রায় মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রায় মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হড্ডা গ্রামের মৃত মনিন্দ্রনাথ সরকারের পুত্র স্বপন
কুমার সরকার। গত ১৩ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হড্ডা মৌজার ৩৭০ খতিয়ানে ৪৮.৩০ একর জমির মধ্যে ৩৭০/১ নং খতিয়ানে ৫.১৬ একর জমি বাংলা ১৩৫৭ সালে ৩ হাজার টাকা পনে বাদীগনের অনুকুলে জমাবন্দোবস্ত দিয়ে দখলাদি প্রদানে নিঃশর্ত হন। উক্ত মোকাদ্দামায় বাদী ও সমস্ত বিবাদীগনের সহিত সোলেসুত্রে ইং ১৫-৫-৬৯ তারিখ ডিগ্রি হয়। সোলে নামা ডিগ্রির একটি অংশ হিসাবে গন্য হয়। ডিগ্রি বুনিয়াদী বাদীগনের পূর্ববতর্ী নালিশী ৫.১৬ একর জমি ৫৪ ধারা মতে ১৯৬৯-৭০ সালে ২নং মিস কেসের মাধ্যমে প্রথম ৩৭০/১ খতিয়ানে নাম পত্তন করে সরকারে করাদি প্রদানে ভোগ দখলকার আছেন। বিবাদীগন ২৫-৪-২০১৮ সালে ৫.৫৮ একর জমি ইজারা নিয়ে ৩৬ বিঘা জমি জবর দখলে ভোগ করে। এর পরে আর ইজারা নিতে পারেনি। আমি অর্পিত সম্পত্তি প্রত্যর্পন অতিরিক্তি ট্রাইব্যুনাল, কয়রা, খুলনা তে ২০১২ সালে মামলা শুরু করে গত ৭-২-২০২২ রায় ডিগ্রি
পেয়ে আমার নিজ ঘেরে গত ৮-৩-২০২২ তারিখে বাধ নির্মান করি। বিবাদীগন রুপক সরকার গংরা রাতের আধারে আমার ঘেরে প্রবেশ করে রাস্তা
ছড়ায়ে দেয়। এ ব্যাপারে আমি প্রতিকার চেয়ে কয়রা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ পেশ করেছি।

  • শেয়ার করুন