প্রকাশিত: জুলাই ৫, ২০২১
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ করোনাকালীন দূর্যোগে অক্সিজেন সংকট মোকাবেলার লক্ষে সমাজ সেবক রহমত উল্যাহর সার্বিক সহযোগিতায় ও যুব সমাজের আয়োজনে কয়রা অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন ব্যাংকের হটলাইনে ফোন করলেই সেবা মিলবে। উদ্বোধন উপলক্ষে ৫ জুলাই (সোমবার) বেলা ১১ টায় জায়গীরমহল খান সাহেব কোমরউদ্দিন স্মৃতি কর্মচারী কাব ও ডাক্তার বংকিম স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা আমাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অক্সিজেন ব্যাংকের উদ্যাক্তা সমাজ সেবক রহমত উল্যাহ সুজন। বক্তৃতা করেন আমাদী ইউনিয়ন আ’লীগের সভাপতি ঢালী আব্দুর সবুর, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সানা, আ’লীগনেতা আব্দুল গনি সরদার, কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, খান সাহেব কোমরউদ্দিন স্মৃতি কর্মচারী কাব ও ডাক্তার বংকিম স্মৃতি পাঠাগারের সভাপতি গাজী কামরুল ইসলাম, ইউপি সদস্য প্রশান্ত কুমার বাইন, বিশ্বজিৎ কুমার সিনহা প্রমুখ।