২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৪৭

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাস পুর্নিমা উপলক্ষে কোবাদক ফরেষ্ট স্টেশনে টহল কার্যক্রম জোরদার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ উপকুলীয় জনপদ কয়রার সর্ব দক্ষিনে অবস্থিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় সাগরদীপে রাস পুজা উপলক্ষে বনজ সম্পদ রক্ষায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে সাগরদীপে যাওয়া পুন্যার্থীরা নিবিঘ্নে সুন্দরবনে চলাচল করার পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। এছাড়া কিছু অসাধূ চক্র রাস পুর্নিমাকে পুজি করে বনজ সম্পদ ধ্বংস করার যে সুযোগ গ্রহন করে থাকে তা টহল কার্যক্রম
জোরদার করায় সে সুযোগ কাজে লাগাতে পারছেনা। সুন্দরবনে এ ধরনের কার্যক্রম গ্রহন করায় সচেতন মহল বন বিভাগকে সাধুবাদ
জানিয়েছে।

জানা যায় ১৭ নভেম্বর হতে ১৯ নভেম্বর দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে। রাস পুর্নিমা ও রাস পুজা। হাজার হাজার পুন্যার্থিরা রাস পুজায় হাজির হয়ে পুজা শেষে স্নানে অংশ গ্রহন করে থাকেন। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন
বলেন, এ বছর রাস পুজাকে সামনে রেখে কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষনিক তিনি সহ তার স্টাফরা দিন রাত বনজ সম্পদ রক্ষায়
নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, এ বছর রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির দায়িত্বরত কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় সার্বক্ষনিত বন বিভাগ সজাগ রয়েছে বলে তিনি জানান।

  • শেয়ার করুন