২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৪৩

শিরোনাম

লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ বন্ধ করতে হবে- সংসদ বাবু

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা আইন শৃংখলা
কমিটির মাসিক সভা ৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু
বলেন, আগামী ২০২২ সালের জানুয়ারী মাস হতে উপজেলার ৭ টি ইউনিয়নে লবন পানি উত্তোলন করে কেউ মৎস্য ঘের করতে পারবেনা। ধান চাষের পাশাপাশি মিষ্টি পানিতে মৎস্য ঘের করলে কৃষকরা ধান উৎপাদনের পাশাপাশি মাছ চাষ করে অধিক লভবান হবে।

তিনি আরও বলেন, লবন পানি উত্তোলনের কারনে নদী ভাঙ্গন সহ পরিবেশ বিপর্যয়ে কয়রায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই যে কেন মুল্যে নদী থেকে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ বন্ধ করতে হবে। এমপি বাবুর এমন সিধান্তকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ আইনশৃংখলা কমিটির সদস্যরাও সর্মথন করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী, প্রেসক্লাব সভাপতি শেখ হারুন অর-রশিদ, পল্লী বিদুৎতের ডি,জি,এম এ সামাদ, প্রধান শিক্ষক খায়রুল আলম, স্যানিটারী ইন্সপ্যাক্টর নারায়ন চন্দ্র প্রমুখ। পরে একই স্থানে উপজেলা মাসিক সাধারন সভা ও ভোক্তা অধিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন