১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৪৪

কয়রায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামী এবং জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেফতার করেছে।
 পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক মুক্ত খুলনা জেলা গঠনের লক্ষ্যে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ১০ জুলাই  কয়রা থানার পুলিশ বিভিন্ন এলাকার গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে।  অভিযানে গ্রেফতার ৬ মাসের সাজা প্রাপ্ত ২ জন আসামী হলেন দক্ষিন মদিনাবাদ গ্রামের মৃত কালাচাদ জোদ্দারের ছেলে  লিয়াকত আলী জোদ্দার, ও উত্তর মদিনাবাদ গ্রামের মৃত আব্দুর রহিম সানার ছেলে রেজায়ানুল করিম। এছাড়া সিআর ও জিআর পরোয়ানা ভুক্ত আসামীরা হলেও ৫ নং কয়রা গ্রামের সেরাজুল গাজীর ছেলে নাইম আলী সবুজ, দাউদ আলী গাজীর ছেলে সেরাজুল গাজী, ৪ নং কয়রা গ্রামের রিয়াছাদ সানার ছেলে শাফায়েত হোসেন ও মহবুব এর ছেলে তৌহিদ হোসেন মুন্ন, ২ নং কয়রা গ্রামের ওয়াহিদুল গাজীর ছেলে একরামুল গাজী, মাথা ভাঙ্গা গ্রামের মুক্তি সানার ছেলে জাকির হোসেন ও জাকির হোসেনের স্ত্রী সখিনা খাতুন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • শেয়ার করুন