২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৩১

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কয়রায় ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার হরিকাটি গ্রামের একটি খাল থেকে কার্তিক সরদার (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত রঘুনাথ সরদারের ছেলে।

নিহতের স্ত্রী অর্চনা সরদার জানান, রোববার সন্ধ্যার পর থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল নাম্বারে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে বিলে ধান রোপন করতে যাওয়া লোকজন খালে মরদেহ ভাসতে দেখে তাকে জানায়। সেখানে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহ উদ্ধার করে।

কার্তিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মামুন সানা জানান, কার্তিকের সঙ্গে গ্রামের কারো শত্রুতা ছিল না। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। তার পাঁচ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন