২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:০৬

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাইকগাছায় নৌকা প্রতিক পোড়ানো ও পোস্টার ছেড়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

 

পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা পোড়ানো ও চশমা প্রতীকের পোষ্টার ছেড়ার ঘটনায় ইউএনও ও নির্বাচন অফিসে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১১ টা ও সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চাঁদখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। যদিও একে অপরের বিরুদ্ধে আনিত অভিযোগ ইতোমধ্যে অস্বীকার করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মুনছুর আলী গাজী ও স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী শাহজাদা ইলিয়াস দু’জনেরই নির্বাচনী কার্যালয় রয়েছে ইউনিয়নের শাহপাড়ার ফুলতলায়।

নৌকার প্রার্থী মুনছুর আলী গাজী জানান, তার প্রতিপক্ষ শাহাজাদার কর্মীরা শুক্রবার রাত ১১ টায় মিছিল করে যাওয়ার সময় তার বাঁশের চটা ও কাপড়ে মুড়ানো নৌকা প্রতীকটা পুড়িয়ে দেয়। এসময় তারা তার কর্মীদের মারপিট, হুমকিসহ নানাবিধ ভয়ভীতি দেখায়। এব্যাপারে থানা, ইউএনও ও প্রিজায়টিং অফিসারের কাছে পৃথক পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা ইলিয়াসের চশমা প্রতীকের অফিসের পোষ্টার ছেড়া ও তার কর্মীদের মারপিট করা হয়েছে বলেও থানাসহ বিভিন্ন দফতরে পৃথক অভিযোগ করা হয়েছে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী শাহাজাদা ইলয়াস আরও বলেন, ২০১৭ সালের নির্বাচনেও নৌকা প্রতীক পোড়ানোর ঘটনা ঘটেছিল। যাতে সাবেক ইউএনও মোহাম্মদ কবির উদ্দীনকেও লাঞ্ছিত করা হয়। এবারও তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তার কর্মীদের দোষারোপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) স্বপন রায় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি দু’পক্ষের কাছে বিষয়টি শুনেছেন। তবে অভিযোগগুলি আরও খতিয়ে দেখা হচ্ছে।

  • শেয়ার করুন