প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২
কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড় ধরার অপরাধে ৮ টি ডিঙ্গি নৌকা আটক করার পাশপাশি অবৈধ কাঁকড়া সহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে। এ সময় ৪ জন জেলেকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা যায় খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার কয়রা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি সপ্তাহ ব্যাপী সুন্দরবন খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নৌকা সহ কাঁকড়া ধরার আটন জব্দ করে। খুলনা রেঞ্জের
সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধারকৃত কঁকড়া ও নৌকার ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের অপরাধ দমনে স্মার্ট টিমের পাশাপাশি
বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।