প্রকাশিত: জুন ২৫, ২০২৩
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যাগে নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ জুন দুপুর ১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসব উপস্তিত থেকে ঈদ উপহার তুলে দেন র্যাব-৮ বরিশালের সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় উপস্তি ছিলন র্যাব ৮-এর সদস্যরা। ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের এএসপি মোঃ রেজাউল করিম বলেন, র্যাব ডিজির পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদের পরিবারের সাথে ঈদর আনন্দ ভাগাভাগি করতে এ সকল নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জলদস্যুদের পূনর্বাসনের জন্য র্যাবের পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত রাখা হয়েছে।