৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪০

কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আংটিহারা কোষ্টগার্ড ও বজবজা বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে  ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার পাতাখালী গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এই মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে চোরকারবারীরা পালিয়ে যায়। এসময় কাওকে আটক করা সম্ভাব হয়নি। কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম -উল-হক জানান,জব্দকৃত হরিণের মাংস সহ সকল আলামত পরবর্তী  আইনানুক  ব্যবস্থা গ্রহনের জন্য কাশিয়াবাদ  ষ্টেশনের অধিনস্থ  বজবজা বন  টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বন্য প্রানী হত্যা ও পাঁচার রোধে কোষ্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে । কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, জব্দকৃত হরিণের  মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
  • শেয়ার করুন