৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:০৯

শিরোনাম
কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কয়রায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  কয়রায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

কয়রায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: থানায় জিডি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাওলানা মিজানুর রহমান বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৬১৭ তাং-১৫-৭-২৫ ইং। ঐ অপপ্রচার মাধ্যমে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসেবে উল্লেখ করা হয়েছে । সম্প্রতি ‘প্রতিদিনের খবর’ নামের একটি ফেসবুক পেজ থেকে মাওলানা মিজানুর রহমানকে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে।  এতে তার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এই জিডি করা হয়েছে। কয়রা উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ বলেন, জনদরদী ও আপোষহীন নেতা মাওলানা মিজানুর রহমান একজন আলেমীদ্বীন। তার কণ্ঠ দমন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, মাওলানা মিজানুর রহমান একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমি ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ  জি এম ইমদাদুল বলেন, উক্ত আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রদান করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন