১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫০

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন 

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের  প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কয়রা সদর ইউনিয়ানের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম। বুধবার  (১৩ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ আগস্ট কয়রা উপজেলা প্রেসক্লাবে ১নং কয়রা মাঝের আইট গ্রামের আনিছুর রহমান আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযােগ করেছে তা সঠিক নয়। অভিযােগটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। ওই ধরনের কোন কাজের সাথে আমি সম্পৃক্ত নেই। আমি উক্ত ওয়ার্ড থেকে বার বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। সে জন্য প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে । প্রকৃত ঘটনা হচ্ছে ওই মহিলা বিভিন্ন সময় আমার কাছে টাকা ধার চাইতো এবং বিভিন্ন সহযোগিতা চাইতো। সর্বশেষে আমার কাছে ২০ হাজার টাকা ধার চায়। আমি সেইটা না দিতে পারার কারণে ওই মহিলা আমার বিরুদ্ধে এলাকায় আজেবাজে কথা বলে বেড়ায়। সর্বশেষ তার স্বামীকে দিয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সামাজিক ভাবে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে ইউপি সদস্য রেজাউল করিম প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
  • শেয়ার করুন