২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৪০

কয়রায় যৌথবাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক ২ টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকার একটি মাছের ঘেরের মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন