১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৪

কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার দক্ষিনের জনপদ জোড়শিং গ্রামের শাকবাড়িয়া নদীর চরে ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালিয়েছে শিকারীরা। সুন্দরবন হতে হরিন শিকার করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসলে যৌথ অভিযানে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। গত রবিবার( ১৬ মার্চ) রাত ১২ দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির সদস্যরা, আংটিহারা কোস্টগার্ড ও আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করে। খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল জানান, সুন্দরবন হতে একদল হরিণ শিকারীরা হরিণের মাংস লোকালয়ে নিয়ে আসে বিক্রির জন্য। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটি জানতে পেরে অভিযানে যাই। এ সময় অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা শাকবাড়িয়া নদীর চরে মাংসগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করে টহল ফাঁড়ির নিয়ে আসা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস গতকাল সোমবার (১৭ মার্চ) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।  তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
  • শেয়ার করুন