প্রকাশিত: জুন ১৪, ২০২২
কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা টহল ফাড়ির ছেড়া ভারানী এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি বিষ দিয়ে মারা চিংড়ি মাছ ও খাশিটানা দোহারখাল এলাকা অভিযান চালিয়ে ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় ২ টি নৌকা আটক করা হয়।
জানা যায় গতকাল ১৩ জুন ভোরে খাশিটানা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে অবৈধ চিংড়ি মাছ সহ হরণিনের মাংস আটক করা হয়। অন্যদিকে একই দিন সকাল ৮ টায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪নং কয়রা লঞ্চ ঘাট থেকে ১০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে ফেলা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।