৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:২০

কয়রায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামের ধানখেতে ঘটনাটি ঘটে। নিহত ওই কৃষকের নাম খোকন মোড়ল (৪৫)। সে ওই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে । গতকাল
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারের সাথে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে কয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে কয়রা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, কৃষক খোকন মোড়ল বুধবার এশার নামাজ পড়ে গাজীনগর বীলের বোরো ধানের বীজ তলা থেকে চারা উঠাতে যান। রাতে বাড়ী ফিরে না আসলে সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করতে থাকেন। পরবর্তীতে এলাকাবাসী তাকে একটি ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু অবস্থায় দেখতে পায়।

আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে
রেখেছেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন