প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএনডিপির সার্বিক সহযোগিতায় এসডিজি লোকালাইজেশন ইন দ্য সুন্দরবন রিজিওন উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, মহিলা ভাইস
চেয়ারম্যান নাসিমা আলম। ইউএনডিপির সিএনআরএস টিমের পলাশ কান্তি হালদারের পরিচালনায় আরও বক্তব রাখেন ইউএনডিপির রিজিওনাল প্রোজেক্ট ম্যানেজার অশোক কুমার অধিকারী, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,
আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আছের আলী মোড়ল, সাংবাদিক হারুন অর- রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এনজিও প্রতিনিধি মনতোষ কুমার
মধু, সরোয়ার আলম প্রমুখ।