প্রকাশিত: মার্চ ১৩, ২০২২
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ে গত ৫ মার্চ কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ৬ মার্চ সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি কয়রা উপজেলা উত্তর শাখার সভাপতি ও হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সরদারের উপর হামলা চালিয়ে লাঞ্চিত করে স্থানীয় দুর্বত্তরা। ঘটনার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শিক্ষক সমিতি উত্তর শাখার আয়োজনে
ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে গত ১২ মার্চ বেলা ১১ টায় হড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আমির আলী সরদার। এতে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও চান্নির চক এলসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়, কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ
মনিরুজ্জামান মনু, প্রধান শিক্ষক জ্যোতিরশ্বর ঢালী, সুজিত কুমার রায়, রমেন রায়, মনিন্দ্র নাথ বৈরাগী, ব্রজেন জোয়াদ্দার, মনোজ কুমার বর্মন, আব্দুস সামাদ প্রমুখ। সমাবেশে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত
ছিলেন।