২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৪৯

শিরোনাম

কয়রায় হরিণ ধরা ফাদ সহ ৩ শিকারী আটক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ
আড়িয়া শিবসার নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে ২ বস্তা হরিণ ধরার ফঁাদ সহ ৩ জন হরিণ শিকারীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে নৌকা সহ হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামী উদ্ধার করা হয়।

জানা যায় ২০ জানুয়ারী সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ
ইসমাইল হোসেন ও হড্ডা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফঁাদ, নৌকা সহ অন্যান্য মালামাল আটক করা হয়। আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫) মইদুল
সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।

  • শেয়ার করুন